জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের পথের দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরার আইনজীবীরা।
জেলা আইনজীবি সমিতির আয়োজনে মঙ্গলবার দুপুরে আইনজীবি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে জজ কোর্টের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এড. এম শাহ আলম, সহসভাপতি এড. গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক তোজাম্মেল হোসেন তোজাম, এড. এস এম হায়দার, এড. শেখ আব্দুস সাত্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত থেকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যাতায়াতের জন্য একনেকে রাস্তার অনুমোদন হলেও তার কাজ এখনো শুরু হয়নি।
এখনও পর্যন্ত সেখানে জেলা প্রশাসনের পাঁকা পাঁচিল রয়েছে। এই পাঁকা পাচিলের কারনে আইনজীবিদের যানযটের ভেতর ঝুকি নিয়ে মহাসড়কের উপর দিয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যেতে হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি যাতায়াতের জন্য ওই পাচিল ভেঙে সেখানে গেইট ও রাস্তা নির্মাণের জোর দাবী জানান আইনজীবীরা।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com