১৯৭১ সালে বর্তমান ঝালকাঠির বিভিন্ন স্থানে রনাঙ্গনের সম্মুক যুদ্ধে পাকহানাদার বাহিনীকে পরাজিত করে ৮ ডিসেম্বরের এই দিনে ঝালকাঠিকে পাকহানাদার মুক্ত করেছিলেন বীরমুক্তি যোদ্ধারা। তাই ৮ ডিসেম্বর ঝালকাঠি জেলায় হানাদার মুক্ত দিবস হিসেবে পালন করে আসছে জেলাবাসী। আর তারই ধারাবাহিকতা বজায় রাখতে ঝালকাঠি রিপোর্টাস ইউনিটি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরন করতে বীর মুক্তি যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।৮ডিসেম্বর সন্ধ্যা ৭টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সভাকক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান অশ্রুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসংগঠনের সভাপতি আসিফ সিকদার মানিক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জমাদ্দার। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ জমাদ্দার তার বক্তব্যে ১৯৭১ সালে মুক্তি যুদ্ধ চলাকালীন সময় মুক্তযুদ্ধের ঘটনা বহুল ইতিহাস তুলে ধরেন।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, কোষাধ্যক্ষ খান মোহাম্মদ আলমগীর, সাংবাদিক কল্যাণ সম্পাদক একেএম মঞ্জুরুল হক, তথ্য ও প্রচার সম্পাদক মো: আজগর আলী মল্লিক, আইটি সম্পাদক মো: ইমাম হোসেন বিমান, সদস্য মো: নজরুল ইসলাম লিটু, সিহাব উদ্দিন মো: রিয়াজ, সুমন সমাদ্দার। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ঝালকাঠি জেলা শাখার সভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু। উক্ত অনুষ্ঠানে স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থার সিনিয়র সহসভাপতি মো: নজরুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক জামাল খানসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা মো: নুর হোসেন জমাদ্দারকে সম্মাননা ক্রেস্ট এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিকদারের সহধর্মণী আনোয়ারা বেগমকে সম্মাননা ক্রেস্ট প্রদান করলে তাঁর পক্ষে শহীদের সন্তান আসিফ সিকদার মানিক ক্রেষ্ট গ্রহন করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com