হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস যথাযথভাবে উদযাপন হয়েছে। বৃধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে মানববন্ধন, র্যালী, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেল এর সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়নে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিঃ সহ সভাপতি সাঈদ মেহেদী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজিবুল আলম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবার্তি, নবযাত্রার ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী তহমিনা খাতুন, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী পারভীন আকতার, সফল জননী সাফল্য অর্জনকারী নারী মায়া রানী ঘোষ, নির্যাতনের বিভীষিক্ষা মুছে ফেলে নতুন উদ্যামে সাফল্য অর্জনকারী নারী ছালিমা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে সাফল্য অর্জনকারী নারী শ্যামলী অধিকারীকে ক্রেষ্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন নারী সংগঠন, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সূধীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেণ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com