বশির আহম্মেদ খলিফা ঝালকাঠি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝালকাঠিতে জেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ, জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম ফরিদুজ্জামান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাসুমা আক্তার, জেলা তথ্য অফিসার মো: আহসান কবির প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল।
বক্তারা বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই আমাদের স্বাধীনতার চেতনা ও স্বাধীন বাংলাদেশ। তাই তার ভাস্কর্য ভাঙ্গা মানেই এ দেশের স্বাধীনতার উপর আঘাত করে অবদান অস্বীকার করা। তার নেতৃত্বেই এদেশের স্বাধীনতার সূর্য্য উদিত হয়ে ছিল। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করছি। তাঁরা জাতির পিতার অবমাননাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।”
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com