আরিফুল হক আরিফ লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি এক গরু পারাপারকারী ডাঙ্গোয়ালের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনায় সীমান্তে আতংক বিরাজ করছে।গতকাল শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন ও ৫ নম্বর সাব পিলার এলাকার ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে জাহিদুলের লাশ নিয়ে গেছে বিএসএফ।ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ লাশ পোস্টমর্টেম করার পর ফেরত দিবেন বলে জানা গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ফেরত দেয়নি।বিজিবি'র পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে।
প্রচন্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে সীমান্তে বসবাসকারী অভাবী লোকজন রাতের আঁধারে গরু পারাপার করে বলে তাদের ডাঙ্গোয়াল বলে।এসব ডাঙ্গোয়ালকে বিএসএফ ধরলে বিনাবিচারে গুলি করে মারেন।যা মানবতার বিপর্যয় বলে সচেতনমহল মনে করেন।
এ ব্যাপারে রংপুর ৬১ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে.কর্ণেল মোজাম্মেল হকের ফোনে কথা বলতে চাইলে সংযোগ মিলেনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com