এস কে সবুজ : গতকাল শিল্পকলা একাডেমিতে বিজয় উৎসবে মেতেছিল বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক অভি চৌধুরীর উপস্হাপনায় প্রেসিডিয়াম সদস্য সারোয়ার ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
আজীবন সম্মাননা প্রদান করা হয় লেখক- সাংবাদিক শাহরিয়ার কবির ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মলয় কুমার গাঙ্গুলীকে।
আলোচনায় অংশ নেন প্রফেসর ডা:মামুন আল মাহতাব স্বপ্নীল, অধ্যাপক ডা: বদরুজ্জামান ভূঁইয়া, সাংস্কৃতিক সংগঠক অরুন সরকার রানা, চিত্রপরিচালক রফিকুল ইসলাম বুলবুল,যুগ্ম সম্পাদক দুলাল খান,এড আলাউদ্দিন, ড.চঞ্চল সৌকত, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাইফুল ইসলাম,জাকিরুল ইসলাম, শিল্প-বাণিজ্য সম্পাদক হাফেজ হারুন সিআইপি, প্রচার-প্রকাশনা,-গণমাধ্যম সম্প্দক নাফিজ হোসেন দীপ, স্বাস্হ্য সম্পাদক জহুরুল আলম জাবেদ,অতিথি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক এস কে সবুজ প্রমুখ ।
সম্মাননা প্রদান করা হয় কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ও যুব লীগনেতা আহাম্মদ উল্লাহ মধুকে। কনকনে শীতে মৃদু মন্দ মোমবাতির আলোর মুচ্ছনায় সকাল ১০ টায় শুরু হয় শিল্পকলার সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে। ধনে ধানে পুষ্পে ভরা গানটির নৃত্যে অংশ নেন এড পলি।
সকল অতিথিকে লাল সবুজের উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
নাচ,গান,কবিতা,নাটিকায় অংশ নেন অভিনেতা ডি এ তায়েব,ফকির মিলন,মহুয়া লিপি,শামান্তা শাহীন,মৌসুমী,
ড.চঞ্চল সৌকত,রোদসী প্রমুখ।
অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা মহানগর (উ:ও দ:), দ: কেরানী গঞ্জ শাখা, কামরাঙ্গীর চর শাখা,ঢা বি: শাখা নেতৃবৃন্দ অংশ নেয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com