লালমনিরহাট জেলা প্রতিনিধিঃলালমনিরহাটের পাটগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ধরলা নদী থেকে বালু উত্তোলন করে ট্রলিতে পরিবহণকারী দু'জন চালকের লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল বিকেলে গোপন সংবাদে পুলিশ খবর পেয়ে সোহাগপুর এলাকায় ধরলা নদীতে বালু উত্তোলনের অভিযোগে দুইটি ট্রলি আটক করেন।এ সময় পুলিশের পক্ষ থেকে ইউএনও কামরুন নাহারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুরোধ করা হলে পাটগ্রাম ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার ঘটনাস্থলে উপস্থিত হয়ে পর্যবেক্ষণে সাপেক্ষে সত্যতা পাওয়ায় তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বলে জানা গেছে।পাটগ্রাম পৌরসভার ২ নং ওয়ার্ডের ভান্ডারদহ গ্রামের আসকার আলীর ছেলে জাহিদুল ও আরেকজন সোহাগপুর গ্রামের ট্রলি চালক মিলন বলে নাম পরিচয় জানা যায়।এদের প্রত্যককে নগদ ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।এসময় ওসি সুমন কুমার মহন্ত,এসআই মিন্টু চন্দ্রসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
৫০০ টাকার বালু'র ট্রলিতে লাখ টাকা জরিমানার খবরে এলাকার দুষ্টুচক্র ভয় পেয়েছে এমনটাই মনে করছেন সচেতনমহল।
বুড়িমারী, মাসানটারি, মাঝিপাড়া,ধবলসতী,কাউয়ামারীসহ পাটগ্রামের তিন নদী ধরলা সানিয়াজান ও দহগ্রামের তিস্তা নদীতে দীর্ঘদিন ধরে চলছে বালু কেনা-বেচার কারবার।
আজ দহগ্রামে তিস্তা নদী এলাকায় বালু উত্তোলনের কারণে আবারও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন পাটগ্রাম ইউএনও কামরুন নাহার এমন তথ্য নিশ্চিত করেছেন ওসি,পাটগ্রাম থানা।অপরাধ দমনে পুলিশ কাজ করছে বলে দাবী করলেন ওসি সুমন কুমার মহন্ত।
তিনি আরও বলেন,পাটগ্রামে বালু সিন্ডিকেটচক্র ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এ ব্যাপারে জানতে ইউএনও কামরুন নাহারের ফোনে রাতে কল করলে সংযোগ মিলেনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com