রাজশাহীর পুঠিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আল মামুনের নির্বাচনী প্রচারণায় হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। তিনি নিজেই বিষয়টি জানিয়েছেন হামলা ভাঙচুরের ঘটনা ঘটে।
আল মামুন জানান, পুঠিয়া পৌরসভার ফকির পাড়ায় তার নির্বাচনী প্রচারণা চলাকালীন সময় প্রতিপক্ষের আওয়ামী লীগ কর্মীরা তাদের উপর হামলা চালায় এবং গাড়ী ও মোটর সাইকেল ভাঙচুর করে। এতে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদ মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল আমীন রঞ্জু, উপজেলা যুবদলের সদস্য বুলবুল, ভালুকগাছী ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মানিকুল ইসলাম মানিক সহ বিভিন্ন নেতা-কর্মীরা গুরুতর আহত হন।
এছাড়াও পুঠিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের আওয়ামী লীগ কর্মীরা বিএনপি কর্মীদের ভয়ভীতি প্রদর্শন ও পোস্টার টানাতে বাঁধা দিচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপি প্রার্থী আল মামুন।
এদিকে পুঠিয়া পৌর নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা কর্মীর উপর হামলায় পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব এন্তাজুল হক বাবু, সদস্য ইসফা খাইরুল হক শিমুল, পুঠিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ সানোয়ার হোসেন যাদু ও পুঠিয়া উপজেলা সংগ্রামী দলের সভাপতি মোঃ আপেল মাহমুদ রাজু তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান।
পুঠিয়া পৌরসভা নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com