সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃএন এটি পি-২ আওতায় ছাগল চাষীদের মধ্যে উপকরণ বিতারন করেছে করারোয়া প্রাণী সম্পদ অফিস।২০০৯ সাল থেকে প্রাণী সম্পদের আওতায় সদস্য হয়ে আসা বিভিন্ন খামারিদের মধ্যে এ সকল উপকরণ প্রদান করে।
সকাল ১০:৩০ মিনিটে হেলাতলার কুটি বাড়ির মোড়ে ১৩ জন ছাগল চাষীদের মধ্যে ৩০ কেজি দানাদার খাদ্য বিভিন্ন রোগে র ঔষধ ও ভিটামিনও বেরা সহ একটি মাচান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার অমল কুমার সরকার কলারোয়া উপজেলা ভেটেনারি সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, কলারোয়া উপজেলা অফিসের সম্প্রসারণ অফিসার আবু বক্কর সিদ্দিক, পিয়ারে আশিকে রসূল সুমন, আরিফ মাহমুদ সহ প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা কর্মচারী।
করোনা ভাইরাসের মহামারীর মধ্যে এরকম বড় ধরনের সহযোগিতা পেয়ে তারা সন্তুষ্ট জানান ছাগল চাষীরা।কর্মকর্তা অমল কুমার সরকার সাংবাদিকদেরকে জানান প্রতিবছরই সদস্যদের মধ্যে এরকম সহযোগিতা করা হয় তারই ধারাবাহিকতায় আজকে প্রকল্পের আওতায় ছাগলের চাষীদেরন প্রদান করা হলো।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com