আনোয়ার হোসেন: রাজধানীর কামরাঙ্গীরচরে জামেনা খাতুন (৩১) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। পুলিশ বলছে, ওই নারীকে হত্যা করা হয়েছে এমন কোনো আলামত পাওয়া যায়নি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
ওই নারীর স্বামী আবুল কালাম জানান, তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কামরাঙ্গীরচর ঝাউলাহাটি এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। করোনার কারণে তার চাকরি চলে যাওয়ার পরে ভাড়া বাসার সামনে একটি পানের দোকানে কাজ করে সংসার চালাচ্ছিলেন তিনি। ঘটনার সময় তিনি বাসার বাইরে ছিলেন। তার স্ত্রী বিষপান করেছেন বলে বাড়িওয়ালার পরিবারের লোকজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড) নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি সন্দেহ করছেন, তার স্ত্রীকে হত্যা করা হয়েছে।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার 'মানুষের কল্যাণে প্রতিদিন' বলেন, হাসপাতাল থেকে খবর পেয়েছি একজন নারী মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে ডাক্তারের ডেড সার্টিফিকেটে বিষের কথা উল্লেখ আছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com