মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ফেরার সভপতি ও মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সংযোগ এর উপদেষ্ট ডি. এ নাছিরের মৃত্যুতে শোক সভা করেছে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র সংযোগ। আজ ৬ জানুয়ারি ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরে আয়োজিত এই শোক সভা অনুষ্ঠিত হয়।
ডি. এ নাছিরের স্মৃতি চারণ করে বক্তারা বলেন, সবাই তাকে চিনতেন, তার ভালো দিক সম্পর্কে জানতেন। ঢাকার উত্তরায় তিনি প্রতিষ্ঠা করেন মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন প্রতিষ্ঠান ‘ফেরা’। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা দিতে গিয়ে তিনি হয়ে ওঠেন সবার আপনজন। বক্তারা মাদক বিরোধী আন্দোলনে তার অবদানের কথা স্মরণ করেন।
সংযোগ সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ এর সভাপতিত্বে শোক সভায় ফোয়ার লাইফের পরিচালক তানভীর রানা, উৎসর পরিচালক শাহবুদ্দিন চৌধুরী সুমন, মাসুম, হলি লাইফের শফিকুর রহমান খকন, সোবার লাইফের পরিচালক ইমামুল সিকদার রনি, সার্পোট এর এস এম নাসির হোসেন এবং ফেরার প্রতিনিধি ও ডি এ নাসির এর ব্যক্তিগত কর্মকর্তা রেজাউর রহমান অয়ন বক্তব্য রাখেন। এছাড়া বিভিন্ন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ১৩ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ডি. এ নাছির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com