রাজধানীর খিলক্ষেতের বিআরটিসি’র বাস ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাস ডিপোতে থাকা পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস =১১টি বাস পুড়ে গেছে
শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ রুমের দায়িত্বরত কর্মকর্তা আতাউর রহমান জানান, অগ্নিকাণ্ডে বিআরটিসি’ পাঁচটি দ্বিতল বাস এবং ছয়টি একতলা বাস =১১টি বাস পুড়ে গেছে।আগুনে নিয়ন্ত্রণে এলেও লাগার কারণ জানাতে পারেননি তিনি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘আমাদের সচল বাসগুলোর অধিকাংশ বের করে আনতে পেরেছি। আপনারা দেখেছেন এগুলো বাইরে বের করে রাখা হয়েছে। তবে সচল বাস পাঁচটি পুড়ে গেছে। এই ঘটনার পরও ঈদের আগে এতগুলো বাস পুড়ে গেলেও যাত্রী পরিবহনে সমস্যা হবে না।ফরিদ আহমেদ আরও বলেন, আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কোনো গাফিলতি আছে কি না, তা দেখা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com