খালেদা জিয়াকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিতে কারা মহাপরিদর্শককে (আইজি-প্রিজন) নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার (১০ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বেগম জিয়াকে কখন হাসপাতালে নেয়া হবে তা আইজি প্রিজনই বলতে পারবেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে হঠাৎ করেই অসুস্থতার কথা জানিয়েছিলেন। কারা ডাক্তার ও সিভিল সার্জন পরীক্ষা করে জানানোর পর আইজি প্রিজন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেন এবং আমাদের সঙ্গে পরামর্শ করেন। তার (খালেদা জিয়া) যে ব্যক্তিগত চিকিৎসক তাদের তিনি (আইজি প্রিজন) কারাগারে নিয়ে গিয়েছিলেন। তারা সবাই মিলে চেক করে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার কথা বলেন।’‘তাদের কাছেও বেগম খালেদা জিয়া জানিয়েছেন তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছিলেন। সেই প্রেক্ষিতে তারা রোগ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা রিকোয়েস্ট করে গিয়েছেন। আমরা সেই পরীক্ষা-নিরীক্ষাগুলোর করার ব্যবস্থা করছি। আইজি প্রিজনকে জানিয়ে দিয়েছি যত দ্রুততার সঙ্গে এই ব্যবস্থা নেয়া হয় তা করার জন্য।’আসাদুজ্জামান খান কামাল বলেন, যেখানে সবচেয়ে ভালো অবস্থা আছে, যেমন আমাদের বঙ্গবন্ধু হাসপাতাল, তারপর যেখানে যেটা হয় তাকে যেন সবচেয়ে ভালো চিকিৎসা সেবা দেয়া হয়, পরীক্ষা-নিরীক্ষাগুলো করা হয় তা বলেছি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি রয়েছে এবং দেশের স্বনামধন্য চিকিৎসকরাও সেখানে রয়েছেন। সেখানকার চিকিৎসকরা যদি মনে করেন অন্য কোথাও নিতে হবে আমরা সেখানেই নেব।শনিবার কারাগারে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডে কারা ফটকের সামনে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের জানান, খালেদা জিয়া ‘মাইল্ড স্ট্রোক’ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।আজকেই বিএসএমএমইউতে নেয়া হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আইজি প্রিজন নির্ধারণ করবেন। আইজি প্রিজন কখন নেবেন, কীভাবে নেবেন। ওখানে নিতে তো অ্যারেজমেন্টের ব্যাপার আছে। আমরা তো তাকে দুপুর বেলায় বলেছি। এখন কত তাড়াতাড়ি নিতে পারে এটা তার ব্যাপার।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com