হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি: বান্দরবানের রোয়াংছড়িতে মো: জামাল উদ্দিন ও মর্জিনা বেগমের ঘরে দুই মেয়েকে ঘিরে সাজানো একটি ছোট সংসার আনন্দে পরিবর্তে জামিলা আক্তার রামিসা এবং জুবেদা আক্তার রাইসা (৬) যমজ দুই বোনকে দু:খের সাগরে। চার বছর ধরে হরমোন ও ব্লাড সমস্যা জানিত রোগে ভুগছেন এ নিস্পাপ যমজ দুই বোন। এক সময় দুই শিশু হাসি মুখে এক সাথে মাঠে গিয়ে খেলা ধুলার করতেন। এখন নিজের অসুস্থতা কারণে বাড়ির বাইরে বেড়ই হন না। সারাক্ষণ থাকে বাড়িতে মায়ের পাশে এ দুই বোন। দুবোনের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছেন শিশুদের মা মর্জিনা বেগম ও বাবা মো: জামাল উদ্দিন। মো: জামাল উদ্দিন ও মর্জিনা বেগমের ঘরে দুই মেয়েকে ঘিরে সাজানো একটি ছোট সংসারে হারিয়ে গেছে আনন্দের। এখন ওই সংসারে চালাতে কোন রকমে পুঁজি দিয়ে ব্যবসা করতে ছোট একটি মুদি দোকান। ওই দোকান থেকে যা আয় রোজগার হয়, সেখান থেকে দুই মেয়ে চিকিৎসার এবং সংসার চালানো ব্যবস্থা করছে মো: জামাল উদ্দিন। দুই মেয়েকে চিকিৎসা চালাতে গিয়ে সহায় সম্বল হারিয়ে আজ নি:স্ব জামাল উদ্দিন পরিবারর।
এই দুই শিশুর মা মর্জিনা বেগম বলেন, জন্মের দুবছর থেকে এ রোগে আক্রান্ত হয়ে আজ চার বছর ধরে অসুস্থ দুই মেয়েকে চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসা চালাতে আমি সবার সহযোগিতা চাই। নিষ্পাপ যমজ দুই বোনকে সুস্থ জীবনে ফিরে পেতে চাই। তিনি আরো বলেন, পপুুলার ডায়গনস্টিক সেন্টার হাসপাতালে সহ অনেক হাসপাতালে পরীক্ষার পরে হরমোনের সমস্যা জনিত রোগ বলে চিকিৎসকরা বলেন। টানা চার বছর ধরে মাসে মাসে রক্ত দিয়ে আসছে। রক্তা না দিলে দুই শিশুকে বাঁচিয়ে রাখতে সম্ভব হত না। এ রক্তা দিতে বিভিন্ন হাসপাতালে ঘুরছি। কিন্তু এখন এ দুই মেয়েকে চিকিৎসা চালাতে পারছে না। নিজের পরিবার সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। কোন রকম তার পেনশনের টাকায় সহায়তা নিয়ে সংসার চলছে। অনেক কষ্টে বাবা সংসার চালান। সেখানে আমার চিকিৎসার খরচ কীভাবে চালাবেন? আমি এখন রোয়াংছড়ি বাড়িতে আছি। আমার সামনে এখন শুধুই অন্ধকার। কী যে করবো কিছুই বুঝতে পারছি না। দুই মেয়ে বাঁচিয়ে রাখতে কত টাকা খরচ লাগবে আমি নিজেও কোন ধারণা নেই। উপজেলা সমাজসেবা অধিদপ্তরে কর্মরত লিলিপ্রু চৌধুরী বলেন আবুল কালাম একজন এ অফিসে স্টাফ ছিলেন। সমাজসেবা অধিদপ্তর থেকে চিকিৎসার জন্য ৫০হাজার টাকা অনুদান দিয়েছে। এ দুই মেয়েকে প্রতি মাসে রক্ত দিতে প্রচুর খরচ হয়। সকল বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছি। কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি জামিলা আক্তার রামিসা এবং জুবেদা আক্তার রাইসাকে আর্থিক সহায়তা করতে চান। তাহলে রোগী দুই শিশুর মা মর্জিনা বেগম এই মোবাইল নম্বরে বিকাশ করতে পারেন ০১৮২৯৩৫১৩৯৮ এবং ০১৮৪০১৬২৪৭৫।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com