রোয়াংছড়ি প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়িতে মো: জামাল উদ্দিন ও মর্জিনা বেগমের সন্তান ২ যমজ বোনের চিকিৎসার জন্য নিউজ প্রকাশের পর আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় নেতা রবিন বাহাদুর উসিংহাই ও বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগ। শনিবার (১৬ জানুয়ারি ২০২১) বিকালে রোয়াংছড়ি উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মংটিংওয়াই মারমা নেতৃত্বে রোগীর মা মর্জিনা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা প্রদানকালে মংটিংওয়াই মারমা বলেন বাংলাদেশ ছাত্রলীগের নেতা উসিংহাই রবিন বাহাদুর সহযোগিতায় এসব আর্থিক সহযোগিতা প্রদান করতে পেরেছে। আগামীতেও ছাত্রলীগের সহযোগিতা অব্যাহত থাকবে। রোগির পরিবারের অভিভাবক মো: আবুল কালাম নাতনী ২ যমজ বোনের সুচিকিৎসারে সহায়তার প্রদান করায় উসিংহাই রবিন বাহাদুর ও সকল সহায়তা প্রদানকারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাথে শিশুর দ্বয়ের মা মর্জিনা বেগম মেডিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ২ শিশুর সুচিকিৎসারে জন্য প্রচুর ব্যয়বহুল লাগবে। যার ফলে পুনরায় বিত্তবানদের কাছে সহায়তা কামনা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com