চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-সিএমপির পাঁচ থানার অফিসার ইনচার্জ পদে রদবদল করা হয়েছে। সোমবার (১৮ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গুরুত্বপূর্ণ ৬ জন পরিদর্শককে রদ-বদলের কথা জানিয়েছেন সিএমপির শীর্ষ কর্মকর্তারা।
সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর সাক্ষরিত অফিস আদেশও নির্বাচন কমিশনের একটি স্মারকের কথা উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মাত্র ৯ দিন আগে গুরুত্বপূর্ণ এসব থানার অফিসার ইনচার্জ পদে রদবদল নিয়ে নগর জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।
এর মধ্যে বহুল আলোচিত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিনকে ডবলমুরিং থানায়, ডবলমুরিং থানার সদীপ কুমার দাশকে সিএমপি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
একইসঙ্গে বাকলিয়া থানার মোহাম্মদ নেজাম উদ্দিনকে কোতোয়ালি থানায়, চকবাজার থানার রুহুল আমিনকে বাকলিয়া থানায়, চান্দগাঁও থানার আতাউর রহমান খোন্দকারকে চকবাজার থানায় এবং ডিবি উত্তরের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের দায়িত্ব দেয়া হয়েছে।
গত ১২ জানুয়ারী নগরীর ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে আওয়ামী লীগের দু’কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলগুলিতে একজনের মৃত্যু হয়। সে সাথে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক সংঘাতের ঘটনাও ঘটে।
এরই প্রেক্ষিতে ২৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর নির্বাচন কমিশনে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com