প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২১, ১:৩০ এ.এম
“রেঞ্জ ক্রীড়াঙ্গনে পটুয়াখালী জেলা পুলিশের সাফল্য”
শামীম আহমেদ পটুয়াখালী জেলা :আন্তঃরেঞ্জ ভলিবল প্রতিযোগিতা (আইজিপি কাপ)-২০২০ এ পিরোজপুর জেলা পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন, আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন- দ্বৈত (পুলিশ পরিদর্শক থেকে তদূর্ধ্ব) প্রতিযোগিতা-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশের টিআই জনাব হেলাল উদ্দীন ও টিআই জনাব ফয়সাল আহমেদ জুটি বরগুনা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন, আন্তঃরেঞ্জ ক্রিকেট প্রতিযোগিতা (আইজিপি কাপ)-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশ দল রানার্স আপ এবং আন্তঃরেঞ্জ ব্যাডমিন্টন- একক প্রতিযোগিতা-২০২০ এ পটুয়াখালী জেলা পুলিশের কনস্টেবল সুপ্ত রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন !
উল্লেখ্য যে, পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয় একজন ক্রীড়ামোদি ব্যক্তিত্ব ! তিনি সবসময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা প্রদান করার পাশাপাশি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করে থাকেন। তিনি অদ্য ২১ জানুয়ারি ২০২১ বর্ণিত খেলোয়াড়/ভিন্ন ভিন্ন সাফল্য অর্জনকারী টিমকে তার অফিস কক্ষে এনে অভিনন্দন জানান এবং সকলকে মিষ্টি খাওয়ান ! এ সময় তিনি পটুয়াখালী জেলা পুলিশের খেলার মান উন্নীতকরণের লক্ষ্যে তার প্রত্যয় ব্যক্ত করেন !
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com