রমজান আলী রুবেল:এশিয়ান টিভির প্রতিনিধি সাংবাদিক আবুবকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলা সহ সারাদেশে অব্যাহত ভাবে সাংবাদিক নির্যাতন,হামলা মামলার প্রতিবাদে ২৪/১/২০২১ রবিবার সকাল ১১ টা থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত গাজীপুর জেলা প্রেসক্লাবের আয়োজনে জেলা প্রশাসনকের কার্যালয়ের সামনে প্রতিবাদ মানববন্ধন।
বঙ্গবন্ধু মোড়ালের সামনে প্রতীকী অবস্থান এবং জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে স্মারক লিপি প্রধান করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর এ কে এম রিপন আনসারির সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক তুহিন সারোয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,শহিদুল ইসলাম শহিদ,রমজান আলী রুবেল, মোশারফ হোসেন প্রধান, রাকিবুল হাসান আহাদ, বোরহান উদ্দিন অরণ্য, সাহান শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম কবির, এসএম মাসুদ, জেমি শেখ,আজিজুর রহমান,জাকারিয়া মামুন,আক্তার হোসেন, মইজ উদ্দিন পারভেজ, বিপ্লব হোসেন ফারুক, আবদুল ওহাব রিংকু, রাশেদুল হক, আক্তারুজ্জামান এ্যাডঃ সামছুল, মজিবুর রহমান, সহ অন্যান্য সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দ,সভাপতির বক্তব্যে ডক্টর এ কে এম রিপন আনসারি বলেন সাংবাদিক আবুবকর সিদ্দিক সহ দেশের সকল সাংবাদিক নির্যাতনের ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্তে দোষী ব্যাক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা সহ ইতিমধ্যে মিথ্যে বানোয়াট অভিযোগে হওয়া মামলা গুলো প্রত্যাহার এবং সাংবাদিকদের কর্মস্থল সমূহ নিরাপদ রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে হামলার শিকার সাংবাদিকের পরিবারের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ আবুবকর সিদ্দিকের উপর সন্ত্রাসী হামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান অন্যথায় পরবর্তীতে আরও কঠিন কর্মসূচি নিয়ে মাঠে নামবে সাংবাদিক সমাজ।
উল্লেখ্য" সংবাদ প্রকাশের জেরে আবুবকর সিদ্দিককে গত বৃহস্পতিবার সন্ধ্যারাতে চিহ্নিত সন্ত্রাসীরা রাস্তায় গাড়ি আটকিয়ে বেধড়ক পিটিয়ে দুইহাত এবং পা সম্পূর্ণ ভাবে ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়, বর্তমানে তিনি গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটনায় মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ, আসামী পক্ষ আবুবকর সিদ্দিকের পরিবার কে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com