বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (৪৫) নামের একজন নিহত হয়েছেন।
সোমবার (২৫ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা -পঞ্চগড় মহাসড়কের ২৫ মাইল প্রাণনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজার রহমান বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাঁও গ্রামের মৃতঃ মনছুর আলীর ছেলে।
বীরগঞ্জ থানার এসআই আকবর আলী জানান, মোহাম্মপুর ইউনিয়নের মাহানপুর গ্রামের শ্বশুরবাড়ী যাওয়ার পথে ২৫ মাইল প্রাণনগর নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় গামী একটি দুরন্তগামী ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই আজিজার রহমানের মৃত্যু হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় হাইওয়ে পুলিশের সহযোগিতায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com