হাফিজুর রহমান শিমুলঃ মঙ্গলবার (২৬ জানুয়ারী) বেলা ১১ টায়‘ পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্প বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা উন্নয়ন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম। এসময় তিনি বলেন জনকল্যাণে অবদান রাখতে সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ অবস্থানে থেকে দেশ ও জাতির ভাগ্য উন্নয়নে এগিয়ে আসতে হবে। প্রকল্পের কাজ যেনো যথাযথভাবে হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। কালিগঞ্জ উপজেলা প্রশাসন জনকল্যাণে কাজ করার ক্ষেত্রে অটুট থাকবে। আমি আমার সততা ও দক্ষতার পাশাপাশি উপজেলাবাসীর সহায়তায় উপজেলা প্রশাসনকে অনিয়ম এবং দুর্ণীতি মুক্ত রাখতে স্বচেষ্ট থাকবো। উন্নয়ন এর নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অবহিকরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন, উপজেলা অর্ণা চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার কৃষ্ননগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন। এছাড়াও উন্নয়ন এর উপজেলা সমন্বয়কারী তারিকুর রহমান, সিএম আলী মোর্তজা, এইচ আর সাবেকুন নাহার ও সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com