প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ১০:০১ এ.এম
গাজীপুরে হেফাজতিদের আবাসন কেন্দ্রে নারীর ঝুলন্ত মরদেহ।।মানুষের কল্যাণে প্রতিদিন
নাসরিন পারভীন মিমি:গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, প্রাথমিকভাবে এমন ধারণা করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত নাজমা আক্তার ময়মনসিংহের উত্তর কোনাপাড়া গ্রামের মো. হারেসের মেয়ে।বাসন থানার ওসি (তদন্ত) শেখ মিজানুর রহমান জানান, গত ২২ ডিসেম্বর কোনাবাড়ি শিশু উন্নয়ন কেন্দ্র (বালিকা) থেকে শাহ আলী থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ভিকটিম হিসেবে মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্রে আসেন নাজমা। দুপুরে মাথা ব্যাথা হচ্ছে এমন অজুহাত দেখিয়ে অন্য হেফাজতিদের সঙ্গে রুম থেকে নীচে নামেননি নাজমা। পরবর্তীতে নাজমাকে টয়লেটের দরজার সঙ্গে (গলায় ফাঁস লাগানো) ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সেখানে ডিউটিরত মহিলা পুলিশ তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com