প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২১, ২:৫৬ পি.এম
“মাসিক কল্যান ও অপরাধ সভা।। মানুষের কল্যাণে প্রতিদিন
জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা !
পটুয়াখালী পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যাণ সভায় জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্টসহ ইউনিট ইনচার্জসহ সকল স্তরের ফোর্সগন উপস্থিত ছিলেন !
কল্যান সভায় অতিমারী করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় জেলা পুলিশের সদস্যগনকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পৌঁছে দেয়ার লক্ষে ইউনিট ইনচার্জ গনের নিকট সর্বমোট ৪০০০ টি মাস্ক, ৭০ টি স্যানিটাইজার, ১০০ টি ফেইসশিল্ড, ৩০০০টি সাবান, ১৫০০ টি হেড কভার, ২০০টি চশমা প্রদান করা হয়। অতঃপর পুলিশ সুপারের সামনে বিভিন্ন স্তরের সদস্যগন কল্যানমূলক প্রস্তাবনা তুলে ধরেন এবং তিনি তৎক্ষনাৎ তার সমাধান তথা সুচিন্তিত দিক নির্দেশনা প্রদান করেন ! অতঃপর পুলিশ সুপার তার সমাপনী বক্তব্যে মূল্যবান দিকনির্দেশনা সমূহ তুলে ধরেন ! পুলিশ সুপার তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক পরম শ্রদ্ধাভাজন আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়ের ০৫ টি মুল্যবান দফা (Zero Corruption, Zero Drug, Zero torture, Discipline and welfare, Beat policing) সম্পর্কে নাতিদীর্ঘ আলোচনা করেন যাতে বিন্দুমাত্র ব্যত্যয় না ঘটে !
দুপুর ১১.০০ ঘটিকা হতে সন্ধ্যা ১৮.০০ ঘটিকা পর্যন্ত পুলিশ অফিস সম্মেলন কক্ষে ডিসেম্বর/২০২০ মাসের অপরাধ সভা অনুষ্ঠিত হয়। শুরুতে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসারকে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয় ! উক্ত অপরাধ সভায় গত মাসে রুজুকৃত মামলা সমূহ কেইস টু কেইস বিশ্লেষণ করা হয়। মামলা তদন্তের মান বৃদ্ধির লক্ষ্যে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বিস্তারিত মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন !
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com