প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২১, ৮:১৭ এ.এম
রাজশাহী নওহাটা পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বারী খাঁনকে বহিষ্কার
লিয়াকত রাজশাহী : রাজশাহীর পবার নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী খাঁনকে বহিষ্কার করা হয়েছে।(২৭ জানুয়ারি) পবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসিন আলী ও সাধারণ সম্পাদক মাজদার রহমান সরকারের স্বাক্ষরিত এক আর্দেশে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়- পবা উপজেলা আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সিন্ধান্ত অনুযায়ী আসন্ন নওহাটা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থী হাফিজুর রহমান হাফিজের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী কমকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে আব্দুল বারী খানকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ সহ নওহাটা পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়াও সাংগঠনিক সকল কাযক্রম থেকে তাকে অব্যহতি দেওয়া হলো।
এবিষয়ে আব্দুল বারী খাঁন বলেন, বহিষ্কারের বিষয়টি আমার জানা নায়। বহিষ্কারের বিষয়ে কোন কাগজপত্র আমাকে কেউ প্রদান করেনি বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com