প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৬:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২১, ৯:০৮ পি.এম
“সদর থানা কর্তৃক আয়োজিত ফাইনাল ব্যাডমিন্টন টুর্নামেন্ট।। মানুষের কল্যাণে প্রতিদিন
পটুয়াখালী জেলা !
সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী সদর থানা কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অদ্য ২৭ জানুয়ারী ২০২১ তারিখ ১৯.৩০ ঘটিকায় থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন !
তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলায় এএসআই দেলোয়ার ও এএসআই আমিনুল জুটি এসআই শামীম ও এসআই হাফিজ জুটিকে ২-১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ! অতঃপর বিজয়ী দলের সাথে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জুটি প্রীতি ম্যাচ খেলেন !
উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মুকিত হাসান খান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শেখ বিল্লাল হোসেন ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন !
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com