অভয়নগরের শিল্প ,বানিজ্য ও বন্দও নগরী নওয়াপাড়ায় আবাসিক এলাকা থেকে কয়লার স্তুপ অন্যত্র অপসারনের দাবিতে ২৯ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৫ টায় নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড ভাঙ্গাগেট এলাকায় যশোর-খুলনা মহাসড়কে মানব বন্ধন করেন এলাকাবাসি।
উক্ত মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,কয়লার ক্ষতিকর গ্যাসে ও ধুলাবালিতে এলাকার পরিবেশ দুষিত হলেও প্রশাসনকে ম্যানেজ করে ব্যবসায়ীরা ব্যাবসা করে যাচ্ছেন। বারংবার প্রশাসনের দারস্থ হয়েও কোন সমাধান পাচ্ছিনা। কয়লার ক্ষতিকর গ্যাসের কারণে শ্বাসকষ্ট-সহ বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
এ সময় কয়লার ড্যাম্পের থেকে সৃষ্ট পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে বক্তব্য রাখেন, ব্যাংক কর্মকর্তা আনিসুর রহমান, হ্যান্ডলিং শ্রমিক নেতা ইকরাম হোসেন ফারাজী, আওয়ামীলীগ নেতা মাফিজুর রহমান, স্কুল শিক্ষক ওমর ফারুক, ব্যবসায়ী আলমগীর হোসেন মোল্যা, আব্দুল মালেক মোল্যা, ইকবাল মোল্যা, ইশারত হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা ১৫ দিনের মধ্যে আবাসিক এলাকা থেকে কয়লার স্তুপ সরিয়ে নিতে আল্টিমেটাম দেন, অন্যথায় এলাকাবাসী বৃহত্তম আন্দোলনে নামবে বলে ঘোষণা দেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com