মাদারীপুরের মঠেরবাজার এলাকায় বিদ্যুতের খুঁটি ভর্তি একটি ট্রলির নিচে চাপা পড়ে রঞ্জু হোসেন (৪০) ও মোতালেব মিয়া (৫৫) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত উভয়ের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদীতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের ইটেরপুল বিদ্যুৎ অফিস থেকে একটি ট্রলিতে করে বিদ্যুতের খুঁটি নিয়ে শরীয়তপুরে যাচ্ছিল। পথিমধ্যে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় পৌঁছালে ট্রলিটির চাকা পাঞ্চার হয়ে যায়। এসময় চাকা মেরামতের জন্য ট্রলির নিচে গেলে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রলির ড্রাইভার রঞ্জু মারা যায় এবং অপর শ্রমিক মোতালেব খুঁটির নিচে চাপা পড়ে আহত হলে হাসপাতালে নেয়ার পরে তারও মৃত্যু হয়। তারা দুজনে মাদারীপুর থেকে ট্রলি দিয়ে বিদ্যুতের খুঁটি বিভিন্ন জায়গায় পৌঁছে দিত।
মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ শিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একজনের লাশ উদ্ধার করি এবং খুঁটির নিচে চাপা পড়া আরেকজন হাসপাতালে নেয়ার পরে মারা যায়।
এই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি মো. কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com