প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ২:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২১, ৫:৩০ পি.এম
“নিখোঁজ শিশু অতি দ্রুত উদ্ধার।।মানুষের কল্যাণে প্রতিদিন
জেলা প্রতিনিধি :-মোঃ শামীম আহমেদ
পটুয়াখালী জেলা।
আজিম, বয়স মাত্র ১৩। পটুয়াখালীর দক্ষিন বিঘাই বশিরিয়া হাফিজিয়া মাদ্রাসায় লেখাপড়া করেন। পিতা আব্দুর রহমান গাজী রাজমিস্ত্রির কাজ করেন। মা ফরিদা বেগম গতকাল ১১ঃ৩০ ঘটিকায় সদর থানায় ছেলে হারানো একটি জিডি লিপিবদ্ধ করেন যার নম্বর ২২ তারিখ-১/০২/২০২১ খ্রিঃ। শিশুটির মা জানান যে গত ৩১ জানুঃ এশার নামাজের পর অদ্যাবধি তার আদরের ধন মাদ্রাসায় ফেরেনি। ইতোমধ্যে তিনি বিভিন্ন আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাড়িতেও খোঁজ নিয়েছেন। কিন্তু বিধিবাম। অগত্যা থানায় আগমন।
বর্ণিত অবস্থার প্রেক্ষিতে পটুয়াখালী থানার ইনস্পেক্টর (অপারেশন) এর নেতৃত্বে একটি চৌকস টিম নিখোঁজ শিশুটির সন্ধানে ব্যাপৃত হয়ে পড়েন। প্রাযুক্তিক সহায়তায় গতকাল আনুমানিক ১৪ঃ০০ ঘটিকায় আদরের শিশুটিকে বরগুনার আমতলী থানাধীন গুলিশাখালী গ্রাম হতে উদ্ধার করা হয়। জানা যায় যে, ইতোপূর্বেও শিশুটি মাদ্রাসা থেকে একাই পলায়নপর হয়েছিল এবং গতকাল বরগুনার আমতলী হতে ঢাকা যাওয়ার পরিকল্পনা করেছিল। লঞ্চে অবতরণ করতে পারলে কী অজানা দুঃসহ ভবিষ্যত শিশুটিকে তাড়া করত তার ইয়ত্ত্বা নেই। অতঃপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্থাপিত নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের অনবদ্য সেবার মাধ্যমে শিশুটিকে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। বাবা মায়ের উপস্থিতিতে নিষ্পাপ শিশুটিকে পবিত্র ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অল্প সময়ের মধ্যেই (মাত্র আড়াই ঘন্টা) শিশুটিকে কোলে পেয়ে বাবা মা উভয়ই আনন্দে মুর্ছা যান বারংবার। পুলিশের ত্বরিত সেবার মান দেখে কৃতজ্ঞতা জানান অন্তরের অন্তস্থল থেকে। বাবা-মা উভয়ই আনন্দে আপ্লুত হন গভীরভাবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com