প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২১, ৯:৫০ এ.এম
ভৈরব দূর্জয়মোড়ে যাত্রীবাহী বাসে ফের আগুন
মোঃ ছাবির উদ্দিন রাজু ঃবন্দরনগরী ভৈরবে ইকোনো গাড়ী নং ঢাকা মেট্রো-ব-১৫-৬৮৫০ নামের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকাল চারটার শহরের দুর্জয় মোড়ে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রথম থেকে শেষ পর্যন্ত স্থানীয় বাসিন্দারা আগুন নিভানোর কাজে সহযোগিতা করে,ঘটনার ২০/২২ মিনিট পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনেন। তবে আগুনে যাত্রীদের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান বাসের চালক ও প্রত্যক্ষদর্শীরা।
বাসটি দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চৌদ্ধ/পনের জনের মত যাত্রী নিয়ে ঢাকার মহাখালির উদ্দ্যেশ্যে ছেঁড়ে আসে। বাসটি ভৈরব বাসষ্ট্যান্ডের দুর্জয় মোড়ে যাত্রা বিরতি দিয়ে যাত্রী নিতে কিছুক্ষণ অপেক্ষা করছিল।
এসময় বাসের চালক স্বাধীন সরকার পেছনের লুকিং গ্লাসে তাকিয়ে দেখেন পেছনের সিট থেকে ধোয়া বের হচ্ছে। পরে যাত্রীদের দ্রুত নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়েন। ফলে যাত্রীরা রক্ষা পেয়ে যান। আগুনে গাড়ির পেছনের বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ধারনা, যাত্রীদের বিড়ি সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত ঘটতে পারে।
চালক স্বাধীন সরকার বলেন, আমি তাকিয়ে দেখি গাড়ির পেছনের সিট থেকে ধোয়া বের হচ্ছে। পরে আমি নিজে পেছনে গিয়ে দেখি আগুন ধরে গেছে। আমি চিৎকার করে গাড়ির সমস্ত যাত্রীদের নামিয়ে দিয়ে নিজেও নেমে পড়ি। মুহুর্তের মধ্যে গাড়ির পেছনের বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হয়ে যায়।
ভৈরব ফায়ার সার্ভিসের সহকারি স্টেশন অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় যাত্রীদের কোন ক্ষয় ক্ষতি হয়নি।
এ নিয়ে এই বাসস্ট্যান্ড এলাকায় দেড় মাসের মধ্যে পর পর তিন বার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ধারনা করা হচ্ছে যাত্রীদের বিড়ি সিগারেটের আগুন থেকে এর সুত্রপাত ঘটতে পারে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com