হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরার কালিগঞ্জে গভীর রাতে চেতনানাশক ঔষধ ছিটিয়ে পরিবারের সকলকে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার মূল্যবান জিনিষপত্র নিয়ে গেছে দুবৃর্ত্তরা। ঘটনাটি পশ্চিম নারায়ণপুর গ্রামেই ঘটেছে। দুবৃত্তদের ছিটানো চেতনানাশক স্প্রের কারণে মারাত্মক অসুস্থ হয়েছেন পশ্চিম নারায়ণপুর গ্রামের সুরত আলী মোড়ল এর পুত্র সালাহ উদ্দীন মোড়ল (৫২), তার স্ত্রী খাদিজা খাতুন (৪০), কন্যা হানিফা খাতুন (১৪) ও তাকিয়া সুলতানা (১২)।
হাসপাতাল ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সালাহ উদ্দীন তার স্ত্রী ও দু’ কন্যা রাতের খানা খেয়ে নিজ নিজ রুমে ঘুমিয়ে পড়েন। শুক্রবার (০৫ ফেব্রুয়ারী) ছোট মেয়ে তাকিয়া সুলতানার ঘুম ভেঙ্গে যায়। সে পিতা, মাতা ও বোনকে ডেকে সাড়া না পাওয়ায় বিষয়টি দ্রুত প্রতিবেশীদেরকে অবহিত করে। তারা যেয়ে বাড়ির গ্রীলের দরজার তালা ও গ্রীল কাটা অবস্থায় দেখতে পায়। এবং দ্রুত তাদেরকে হাসপাতালে ভর্তি করে। স্থানীয় সংবাদকর্মী এ প্রতিনিধিকে জানান, ঘরের মধ্যে জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল। অজ্ঞান পার্টির সদস্যরা এসময় নগদ ৭৩ হাজার টাকা , প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কারসহ চার ৩ লক্ষাধীক টাকার মালামাল নিয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক এ প্রতিনিধিকে জানান, হানিফা ও তাকিয়া অনেকটা শঙ্কামুক্ত, তবে সালাহ উদ্দীন ও তার স্ত্রী
খাদিজা খাতুনের অবস্থার কথা পরীক্ষা না করে বলা যাবে না। কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন বলেন, এ ব্যাপারে এখনও থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনার তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com