চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ শত গ্রাম গাঁজা সহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ৭ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫ টার সময় চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর নেতৃত্ব পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় চুয়াডাঙ্গা থানা এলাকায় জরুরী ডিউটি করাকালীন চুয়াডাঙ্গা থানাধীন কুলচারা মোড়স্থ জনৈক ফিরোজের চায়ের দোকানের সামনে হতে ২ জন মাদক কারবারি কে আটক করে পুলিশ। আটককৃত আসামিদের কাছ থেকে ৫ শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামিরা হলেন চুয়াডাঙ্গা সদর থানাধীন গোপালনগর গ্রামে মৃত. হারু মন্ডলের ছেলে আঃ সাত্তার (৩৭) ও বোয়ালমারী গ্রামে মোঃ বিল্লাল হোসেন এর ছেলে মোঃ তোতা মিয়া (৩৪)। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com