কালিগঞ্জ প্রতিনিধিঃ কালিগঞ্জের পল্লীতে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ, চেয়ারম্যান ন্যার্য্য বিচার করায় অপ-প্রচারে লিপ্ত প্রতিপক্ষরা। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপের দাবী জানান গোপালচন্দ্র।
অভিযোগে জানাগেছে, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের শিবপুর গ্রামের হরেন চন্দ্র দাশের পুত্র গোপালচন্দ্র দাশ প্রতিপক্ষের ষড়যন্ত্রের স্বীকার। সোমবার(০৮ ফেব্রুয়ারী) বিকালে কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের দারস্থ হন। এসময় তিনি বলেন, আমার পিতা হরেন চন্দ্র দাশ ও কাকা সুনিল চন্দ্র দাশ ও অনিল চন্দ্র দাশ। পৈত্রিক সূত্রে ৬৫৫ দাগ যার খতিয়ান নং-১০১৮, মৌজা-নলতা, ১২ শতক জমির মালিক এবং আমার বড় কাকা কেনারাম চন্দ্র দাশ একই খতিয়ান, দাগ, ও একই মৌজায় ১৫ শতক জমি একই গ্রামের লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কোবালা দলিলের মাধ্যমে খরিদ করে। ৬৫৫ দাগের ১২ শতক জমি লিচু বালা ঘোষ ১৯৮১ সালে নগেন্দ্র চন্দ্র দাশের নিকট বিক্রয় করেন। উক্ত জমি নগেন্দ্র চন্দ্র দাশ কালিপদ দাশের কাছে ১৯৮৫ সালে বিক্রয় করেন। উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি ১৯৮৫ সাল থেকে অদ্যাবধি কালিপদদাশের সন্তানাদি ভোগ দখল করে আছে। কিন্তু বর্তমানে উক্ত ৬৫৫ দাগের ১২ শতক জমি জোরপূর্বক নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র অনিল চন্দ্র দাশ, উত্তম চন্দ্র দাশ, ধনু চন্দ্র দাশ ও মৃত্যুঞ্জয় চন্দ্র দাশ এবং নগেন্দ্র চন্দ্র দাশের ভাই গৌর চন্দ্র দাশ এর পুত্রদ্বয় দুলাল চন্দ্র দাশ ও প্রদীশ চন্দ্র দাশ জোরপূর্বক সম্পূর্ণ ১২ শতক জমি দখল করে নিয়েছে। উক্ত ৬৫৫ দাগের ১৫ শতক জমি লিচু বালা ঘোষের নিকট থেকে ১৯৮১ সালে কেনারাম চন্দ্র দাসের নিকট বিক্রয় করেন। তার মধ্যে ৩ শতক জমি নগেন্দ্র চন্দ্র দাশের ৪ পুত্র ও গৌর চন্দ্র দাশের ২ পুত্র জোরপূর্বক জবর দখল করে নিয়েছে। সেই সময় থেকে অদ্যাবধি উক্ত জমি গুলোতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে। সেই সময় থেকে তিনি কোন উপায় না পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের শরণাপন্ন হয়। তখন তিনি উভয় পক্ষকে কাগজপত্র নিয়ে পরিষদে হাজির হতে বলেন। কিন্তু বিবাদী পক্ষদ্বয় চেয়ারম্যানের নিকট থেকে ১২/১৫ বার বিভিন্ন টালবাহানা দেখিয়ে কালক্ষেপণ করে এবং কোন প্রকার কাগজপত্র হাজির করতে পারেনি এবং তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সামনেই আমাদের কয়েক দফা মারধর করতে উদ্যত হয়। এক পর্যায়ে চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উক্ত জমিগুলি গত ৬ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখে আমাদের দখল বুঝিয়ে দেন। উক্ত জমির বিষয় নিয়ে ৬নং নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান নায্য বিচার করায় বিবাদী পক্ষদ্বয় চেয়াম্যানের নামে বিভিন্ন প্রকার মিথ্যা ও বায়োনাট খবর সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে এবং চেয়ারম্যান কে সমাজে হেয় প্রতিপন্ন করা গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। জনপ্রিয় চেয়ারম্যান, পরিষদবর্গ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের অংশগ্রহনে জমির দখল বুঝিয়ে দেন। এরপর থেকে প্রতিপক্ষ গং চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পুর্ন অন্যায় ভাবে মিথ্যাচার ও অপ-প্রচার করছে, যা নিত্যান্তই নিন্দনিও। প্রতিপক্ষরা আমার ও আমার পরিবারের সদস্যদের অনেকবার মারধর করেছে এবং জীবননাশের হুমকি দিচ্ছে। এছাড়াও তারা পরিকল্পিতভাবে আমাদের বসত বাড়ীতে মাদক দ্রব্য ও অবৈধ অস্ত্র রেখে পুলিশ দিয়ে হয়রানি করাবে বলে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমরা যাতে আমাদের বাবা কাকার পৈত্রিক সম্পত্তি রক্ষার পাশাপাশি জমিতে শান্তিপূর্ণ ভাবে বসবাস ও চাষাবাদ করে জীবন জীবিকা নির্বাহ করতে পারি সে ব্যাপারে আপনাদের লেখনির মাধ্যমে প্রতিপক্ষরা যাতে শাস্তি পায়, সে জন্য পুলিশ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com