হাজীয়া বেবী বিন্তে বাছেদ:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অতিরিক্ত কমিশনার (ভুমি) ইকবাল হাসান একজন সরকারি কর্মকর্তা হিসেবে আসার পর থেকে নিরবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। প্রশংসা ও সুনাম কুড়িয়েছেন নবীনগরের নেটিজেনদের।
ভুমি ব্যবস্থাপনা থেকে শুরু করে নবীনগরের মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। করোনার ভয়াবহ মহামারিতে নবীনগরের মানুষের কল্যানে কাজ করতে গিয়ে নিজেও আক্রান্ত হয়েছেন " করোনা" ভাইরাসের।
দীর্ঘদিন করোনায় অসুস্থ থাকার পরও নিজ দায়িত্বে অবহেলা করেননি। সুস্থ হওয়ার কয়েকদিনের মধ্যে ফিরে এসেছেন নিজ দায়িত্বে।
করোনাকালিন সময়ে সরকারি ত্রান মনিটরিং, সহায়তা ও সরকারি নির্দেশনায় ছুটে বেড়িয়েছেন নবীনগরের সর্বত্র।
শুধু করোনাকালিন সময়েই নয় সরকারি বেদখল হওয়া, দখল করা জমি - জমা উদ্ধার, কৃষি জমি রক্ষা, নদী দখল রোধ ও যে কোন কল্যানমুলক কাজে ছুটে গিয়েছেন সরে জমিনে।
সদা হাস্যজ্জ্বল্য, জনহিতৈষী সত্যিকার প্রচারবিমুখ একজন সরকারি কর্মকর্তার অবদান নবীনগরবাসী ভুলবে না।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com