গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে কথা বলতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, পুলিশকে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে মানুষ আশ্বস্ত হবে—নিরপেক্ষ নির্বাচনের আংশিক হলেও তাঁরা দেখাতে পেরেছেন।
বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আজ মঙ্গলবার দুপুরে সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন ভবনে যান। সিইসির সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এটা (ইসি) তাঁদের আশ্রয়স্থল, তাই এসেছেন।মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, দুপুর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে পুলিশের নেতৃত্বে ২১টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।মোয়াজ্জেম হোসেন অভিযোগ করে বলেন, ‘আজ পুলিশ রুদ্রমূর্তি ধারণ করেছে।’গাজীপুরের পুলিশ সুপারকে নিয়ে অভিযোগ রয়েই গেছে বলে জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, গাজীপুরের পুলিশ সুপারকে নির্বাচনকালীন অপসারণের জন্য বলেছিল বিএনপি। কিন্তু ইসি তাদের (বিএনপি) বলেছে, পুলিশ সুপারকে তারা নিরপেক্ষ থাকতে বলেছে।মোয়াজ্জেম হোসেনের ভাষ্য, অভিযোগ জানানোর পরিপ্রেক্ষিতে তাদের (বিএনপি) মাঠে থাকার পরামর্শ দিয়েছেন সিইসি।বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘সিইসি বলেছেন, মাঠে থাকেন। প্রিসাইডিং কর্মকর্তাকে বলেন। রিটার্নিং কর্মকর্তাকে বলেন।’সিইসির কথায় বিএনপি আশ্বস্ত হতে পারেনি বলে জানান মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘আমরা দুঃখিত। তাঁর কথায় আমরা বিন্দুমাত্র আশ্বস্ত হতে পারিনি। তবে সময় দিয়েছেন, এ জন্য ধন্যবাদ।’গাজীপুর সিটি নির্বাচনের পরিস্থিতি যা-ই হোক না কেন, বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে বলে জানিয়েছেন মোয়াজ্জেম হোসেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com