চট্রগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন (সি আর এ)এর উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারি ও মুজিববর্ষ পালন উপলক্ষে। নানা কর্মসূচির প্রস্তুতির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭ টার দিকে নগরীর হালিশহর বি -ব্লক আল-মদিনা হোটেলে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ও স্বাধীন টিভি সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের প্রচার প্রকাশনা সম্পাদক ও দৈনিক মাতৃ জগত পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মোঃ রুবেল।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি এম এস এফ)
এর কেন্দ্রীয় সহ সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি মুজিববর্ষে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষে ছোটদের চিত্রাংকন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর স্মরণসভা যথাযথ পালনে সংগঠনের সকল সদস্যদের দৃষ্টি আকর্ষনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ পাহাড়তলী থানা শাখা চট্টগ্রাম মহানগর এর তথ্য ও প্রকাশনা সম্পাদক ও চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কালাম।
চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক জনতার দলিল পত্রিকার সহ-সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন লিটন সহ আরও অনেকে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com