প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৮:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২১, ১১:৪৩ এ.এম
রাজশাহীতে লাশ বহনকারী গাড়ীর চাঁদাবাজ ও দালাল চক্রের ০৭ সদস্য গ্রেফতার
লাশের আত্মীয়-স্বজন মহানগর গোয়েন্দা শাখায় সংবাদ দিলে ঘটনার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে দুইজন চাঁদাবাজকে গ্রেফতার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামেক হাসপাতাল ও বে-সরকারী হাসপাতাল এবং ক্লিনিক হতে লাশ বহনকারী গাড়ীর সংঘবদ্ধ চাঁদাবাজ ও দালাল চক্রের অপর সদস্য ৩। মোঃ বাদশা (৪০), ৪। মোঃ এমদাদুল হক (৪০), ৫। মোঃ বিপ্লব (৫০), ৬। মোঃ জাহিদ হাসান (২৬) ও ৭। মোঃ জানারুল ইসলাম (২৮) দালালদেরকে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com