শরিফুল আলম চৌধুরী: কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দলের অনেক অভ্যন্তরীন কোন্দলের মধ্যে জয়ী হলেও দলের ‘নৌকা’ জয়ী হয়েছেন। এতে সাংগঠনিক ভাবে ‘আওয়ামীলীগ’র পরাজয় হলেও নৌকারই জয় হয়েছে বলে দলের একাধিক নেতা অভিমত ব্যক্ত করেছেন।
এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাপতি আলহাজ্ব হুমায়ন কবির বলেন, দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে ‘ আওয়ামীলীগ’ প্রার্থী আবুল কালাম আজাদ স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নেতা-কর্মীদের নিয়ে কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রোশন আলী মাষ্টারের নেতৃত্বে তিনিসহ আমরা রাজপথে থেকেছি। এই নির্বাচনে তাঁর জয়ী হওয়ার মধ্যে আওয়ামী লীগেরই প্রকৃত বিজয় হয়েছে।
দলীয় ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এই উপজেলার উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামী লীগের প্রার্থী গাজী আবুল কালাম আজাদ (ধানের শীষ) ৯৫ হাজার ৫৬৪ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এ এফ এম তারেক মুন্সী (ধানের শীষ) ৫৯ হাজার ১৪২ ভোট, জাতীয় পার্টির আবদুল আউয়াল সরকার (লাঙ্গল) ৭৮১ ভোট ও স্বতন্ত্র প্রার্থী আবদুল হক খোকন ( আনারস) ৫৫৩ ভোট পেয়েছেন এবং আওয়ামী লীগের আবুল কালাম আজাদ ৩৬ হাজার ৪২২ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
দলীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, আবুল কালাম আজাদ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী হলেও দলের একটা অংশ প্রকাশ্যে বিএনপির প্রার্থী এ এফএম তারেক মুন্সীর পক্ষে প্রচারণায় অংশ নেয়। এ ছাড়া অনেক নেতা-কর্মী তাঁর বিপক্ষে গোপনেও কাজ করেছেন। এ ছাড়া আবুএ কালাম আজাদ দীর্ঘদিন ধরে দেবীদ্বারের বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিজেক সম্পৃক্ত করে দেবীদ্বারের উন্নয়নে কাজ করেছেন বলে দাবি করে তিনি বলেন, ইশতেহার অনুযায়ী দায়িত্ব গ্রহণ করার প্রথম তিন মাসের মধ্যে উপজেলার দুর্নীতি ও অনিয়ম বন্ধ করা হবে। পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ করে যাব।’
কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ তানভীর আহম্মেদ ফয়সাল বলেন, তৃণমূলের নেতা-কর্মী থেকে শুরু করে জেলার অধিকাংশ নেতা-কর্মীর সঙ্গে আবুল কালামের নিয়মিত যোগাযোগ রয়েছে। দলীয় একটি বড় অংশ বিরোধীতা করলেও যোগ্য প্রার্থী হিসেবে ফলাফলে আওয়ামী লীগেরই বিজয় হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। উক্ত শূণ্য আসনে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচন চলাকালে উপজেলার বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টায় আ’লীগ’র নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ প্রবেশের পরপরই বিএনপি’র সমর্থকরা বাঁধাপ্রদান করায় উভয় পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com