হাফিজুর রহমান শিমুলঃ কালিগঞ্জ উপজেলায় প্রান্তিক মৎস্য চাষীদের আর্থিক প্রণোদনা প্রদানের ক্ষেত্রে তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি ও প্রকৃত মৎস্য চাষীদের বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালী ও উপজেলার ১২ টি ইউনিয়নের প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে বক্তব্য রাখেন মাহমুদ হোসাইন, আকবর কারিগর প্রমূখ। বক্তারা বলেন, কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম অর্থ বাণিজ্য করে কথিত দালালদের মাধ্যমে তালিকা প্রণয়নে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। মানববন্ধনে স্থানীয় ঘের ব্যবসায়ী মাহমুদ হোসাইন বলেন, ঘূর্ণিঝড় আম্পান এবং বুলবুলে আমাদের মৎস্য ঘের গুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আমরা যারা প্রকৃত মৎস্যচাষী এবং ক্ষতিগ্রস্ত মৎস্যচাষ করে আসছি, তাদেরকে তালিকা থেকে বাদ এক শতক জমি ও ঘের নাই এমনকি পুকুরও নাই তাদেরকেই সরকারের প্রণোদনা দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে নেওয়া হয়েছে মোটা অংকের টাকা। আকবর কারিগর বলেন, এই ঘুষখোর দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম অফিসের বারোটি ইউনিয়নের ১২ জন কর্মচারীকে দিয়ে বিভিন্ন এলাকায় এই মৎস্যচাষীদের মনগড়া তালিকা প্রণয়ন করেছে। এ সুযোগে ১২ জন কর্মচারী তাদের নিজস্ব আত্মীয়-স্বজন, বন্ধুু-বান্ধব বাদ পড়েনি এই তালিকা থেকে। আর যাদের টাকা এসেছে তাদের কারো কাছ থেকে ৫ হাজার কারো কাছ থেকে ৭ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন এই সমস্ত কর্মচারী। তাই এই দুর্নীতিগ্রস্ত, ঘুষখোর মৎস্য কর্মকর্তার বদলির দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। এসময় মানববন্ধন কর্মসূচি পালনকারী প্রান্তিক চাষীরা আগামী ৭ দিনের মধ্যে এই মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি করেন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com