সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য তার নখদর্পনে। তার দৃষ্টিতে ধরাপড়ে রূপসী অসাধারণ বাংলা। সে ছুটে চলে সীমান্ত থেকে প্রত্যয়ান্ত অঞ্চলে, গহীন চিরসবুজ জঙ্গলে। বুড়ো বৃক্ষের সাথে না-হয় অজানা বালেকের সাথে মজে যায় হৃদয় তার কোনো এক গোধুলী বেলায়। তিনিতো মানুষ নয়, তিনি অনন্য এক মানুষ। তিনি সাতক্ষীরা বাসীর প্রাণের মানুষ জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
ছবিটি সাতক্ষীরা শ্যামনগরের জমিদার হরিচরণ রায়বাহাদুর এর স্মৃতি বিজড়িত বাড়ী পরিদর্শন কালে তোলা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জমিদার বাড়ীটি পর্যটনের জন্য আকর্ষনীয় স্হান হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা প্রশাসন অচিরেই কাজ শুরু করবে বলে ব্যক্ত করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, ঘুরে দেখে আসতে পারেন শ্যামনগর এর নকিপুরে অবস্হিত জমিদার বাড়ীটি। এখানে রয়েছে দুটি শিব মন্দির । স্হানীয়দের কথিত মতে ছবির বকুল গাছটির বয়স তিনশ বছরের কাছাকাছি বলেও জানান তিনি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com