প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১১:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৫, ২০২১, ১০:২৯ পি.এম
ডাঁশমারী প্রিমিয়ার লীগের পুরস্কার বিতরণ করলেন রেনী।।মানুষের কল্যাণে প্রতিদিন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারীনেত্রী শাহীন আকতার রেনী বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনে আবারো চাঞ্চলতা ফিরে এসেছে। নগরজুড়ে বিভিন্ন টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধূলার বিকল্প নেই। আগামীতেও পাড়ায় মহল্লায় এমন টুর্নামেন্ট আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করছি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহের হোসেন সুজা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ডঁাশমারী পশ্চিমপাড়া মহল্লা কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন মুস্তাক আহম্মেদ ডন, সোহেল রানাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ডাঁশমারী প্রিমিয়ার লীগে ফাইনাল খেলায় মুখোমুখী হয় বাগান বাড়ি একাদশ ও ডঁাশমারী নাইট রাইডার। খেলায় ডাঁশমারী নাইট রাইডারকে ২৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাগান বাড়ি একাদশ। খেলায় ম্যাচ সেরা হয়েছে এ.বি লিটন।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com