কোয়ার্টার ফাইনালে উঠল বেলজিয়াম। রাশিয়া বিশ্বকাপে সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানকে ৩-২ গোলে হারাল তারা। ম্যাচটিতে প্রথমে ২-০ গোলে এগিয়ে ছিল জাপান। কিন্তু এরপর টানা তিনটি গোল করে জয় তুলে নেয় বেলজিয়াম। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ব্রাজিল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৬ জুন বাংলাদেশ সময় রাত বারোটায় মুখোমুখি হবে ব্রাজিল ও বেলজিয়াম।বেলজিয়ামই ফেভারিট ছিল। কিন্তু মাঠের পারফরম্যান্সে মুগ্ধ করেছে জাপান। যদিও ম্যাচে বল দখলের লড়াই এবং আক্রমণে বেলজিয়াম এগিয়ে ছিল। কিন্তু ম্যাচের প্রথম দুইটি গোল করে জাপান। গোল দুইটি করার পর জাপানিজরা হয়তো কোয়ার্টার ফাইনালের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু খেলা মানেই তো অনিশ্চয়তা। এ যে শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ু ধরে রাখার লড়াই। শেষমেশ সেই লড়াইয়ে জয়ী হলো বেলজিয়াম।বিরতি থেকে ফেরার পরপরই ১-০ গোলে এগিয়ে যায় জাপান। ৪৮তম মিনিটে গোলটি করেন গেনকি হারিগুচি। মাঝ মাঠ থেকে হারিগুচিকে উদ্দেশ্য করে লম্বা পাস দেন শিবাচাকি। হারিগুচি বলটি পেয়ে এগিয়ে গিয়ে দুর্দান্তভাবে বেলজিয়ামের জালে বল জড়ান।৫২তম মিনিটে জাপানকে ২-০ গোলে এগিয়ে দেন তাকেশি ইনুই। ডি-বক্সের সামনে থেকে বুলেট গতির শটে বল জালে পৌঁছে দেন তিনি। মুহূর্তের মধ্যে দুইটি গোল হজম করার পর বেলজিয়াম ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। চেষ্টায় তারা সফলও হয়।
৬৯তম মিনিটে ম্যাচে ব্যবধান কমায় বেলজিয়াম। হেড থেকে গোলটি করেন ভারটনঘেন। ৭৪তম মিনিটে ফেলানির গোলে ম্যাচে ২-২ সমতা আনে বেলজিয়াম। এডেন হ্যাজার্ডের ক্রস থেকে হেড থেকে গোলটি করেন মারওয়ানি ফেলানি।অনেকে ভেবে নিয়েছিলেন যে ম্যাচটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়াতে যাচ্ছে। সেটিই হতে চলেছিল। কিন্তু ম্যাচের একেবারে শেষ দিকে তথা (৯০+৪) গোল করে বেলজিয়ামকে আনন্দের সাগরে ভাসান নাসের চাদলি। এই গোলের পরপরই শেষ হয় ম্যাচটি।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com