আমরা কিন্তু জানি সব
সত্য বলি সত্য লেখি
এইতো মোদের কাজ
তাই বলে আজ কলঙ্কিত
সাংবাদিক সমাজ।
শত কথার কষ্ট আছে
আমাদেরই বুকে
সাংবাদিক আজ শহীদ কেন
সন্ত্রাসীর আঘাতে।
আমরা যদি নাইবা লেখি
নাইবা করি কাজ
কোথায় গিয়ে দাড়াইবে
রাষ্ট্রীয় সমাজ।
ভাল লেখা মন্দ লেখা
এইতো মোদের কাজ
তবু কেন নির্যাতিত
সাংবাদিক সমাজ।
সত্যটাকে বন্ধি করে
নিজের ক্যামেরায়
মুজাক্কির ভাইয়ের প্রাণ নিল
সন্ত্রাসীর থাবায়।
দুর্নীতি আর অপরাধের
করতে গিয়ে প্রতিবাদ
কঠিন আঘাতে পঙ্গু হলো
সাংবাদিক সমাজ।
একটি সত্যের কলম ধরে
আবু বক্কর পঙ্গু ঘরে
মানববন্ধন বিশ্বজুড়ে
পাইনি প্রতিকার।
প্রশাসনের কালো চশমা পড়া
টাকার জোড়ে ঘুরছে তারা
পায়না খোঁজে আসামীদের
হাজার বাহানায় প্রশাসন।
আমরা কিন্তুু সবি জানি
কোথায় দিয়ে গড়ায় পানি
টাকার কছে বিক্রি হইল
অসভ্যের ঐ দল।
সত্যটাকে লেখতে গিয়ে
আমিও যদি যাইগো মরে
বাচঁব আমি সবার তরে
এই মোর প্রত্যাশা।
লিখেছেন :খাদিজা আক্তার রউজা, সদস্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, গাজীপুর।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com