-----------স্বপ্নের পথিক------
--লেখক:মোঃ জাহাঙ্গীর আলম---
বিলাস বহুল গড়ব বাড়ি উত্তরে তার মাট--
দক্ষিণ কোণে থাকবে পুকুর ঈশান কোণে ঘাট-
উঁচু তলায় থাকব আমি নিচুতলায় গাড়ি-----
উঠোন জুরে থাকবে কত ফল বৃক্ষের সারি----
গাড়ি বাড়ি থাকবে শত দেখবে দশে মিলে---
পুষ্প মালা দিবে গলে কাঁদব নেতার ছলে---
জয় করিব মনটা জাতির অভিনয়ের বলে---
সরকারি ত্রাণ লুট করিবো থাকবো মিশে দলে---
স্বপ্ন নিয়ে পথিক মশাই ব্যস্ত নিশিদিন----
এমন করে কেটে গেল-বছর দু-য়েক তিন---
অসৎ পথে পথিক মশাই দখল করে মাট--
লুট করিয়া গড়লেন বাড়ি ঈশান কোণে ঘাট--
স্বপ্ন আশায় দিন কেটে যায় বলত কথা মুখে--
শ্রেষ্ঠ ধনী হতাম যদি থাকতাম কত সুখে----
দিন কেটে যায়,মাস কেটে যায় বছর গেল চলে--
স্বপ্ন আশায় পথিক মশাই গেল এবার মরে-----
কি লাভ তাহার অর্থ কড়ি থাকলো পড়ে ধন---
সব কিছু আজ ভোগ করিল তাহার আপন জন--,
আমলনামা সঙ্গের সাথী গোর মাঝেতে গিয়ে---
অর্থ কড়ি বিষের বড়ি পথিক মশাই বলে---
জানলে আগে পরের বাড়ি নিতাম না জোর করে--
খোদার পথে চলতাম আমি যেতাম না আর জলে,
এই পৃথিবী মিথ্যে সবি লোভ লালসায় ভরা----
অন্ধ ঘরে এখন দেখি কপাল আমার পোড়া-----
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com