বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার নাভারণে পুকুরের পানিতে ডুবে শিহাব হোসেন (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকালে নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিহাব দক্ষিণ বুরুজ বাগান গ্রামের রুহুল কুদ্দুস মন্টুর ছেলে।
শিশু শিহাবের পরিবার সূত্রে জানা যায়, বিকালে বন্ধুদের সাথে খেলতে যায় শিহাব। অনেক সময় পেরিয়ে গেলেও শিহাব বাড়িতে না ফিরাই সব জায়গায় খুঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।
সন্ধ্যায় শিহাবের নিথর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পথচারীরা খবর দিলে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন।
এসময় শিহাবের পরিবার কান্নায় ভেঙে পড়লে মুহূর্তের মধ্যে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
দিনে দিনে বেড়েই চলেছে পানিতে ডুবে শিশু মৃত্যুর সংখ্যা।
এমতাবস্থায় ছোট থেকেই শিশুদেরকে পানিতে ডুবে যাওয়া রোধে সাঁতার সহ বিভিন্ন কৌশল শেখানো জরুরি বলে মনে করেন সচেতন মহল।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com