শীতকালীন অধিবেশন শুরু হতেই সংসদ এ তেলের মূল্য বৃদ্ধির ও ভারতের কৃষি বিরোধী বিলের বিরোধিতায় সংসদে সরব হয়েছে কংগ্রেস ও বামপন্থী এবং অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা। তাদের দাবি অবিলম্বে এই কৃষক বিরোধী বিল প্রত্যাহার করতে হবে।একই সঙ্গে প্রেটল ও জ্বালানি তেল ও গ্যাস এর দাম কমিয়ে দিতে হবে।এই নিয়ে আলোচনা চেয়ে অধ্যক্ষ চিটি দিয়েছে লোকসভার বিরোধী দলের নেতা শ্রী রনভীর সিং ও রাজ্যসভায় চিটি দিয়েছে কংগ্রেস এর নেতা শ্রী মল্লিকার অর্জুন খাগরে। এবং তৃনমূল কংগ্রেস এর নেতা শ্রী সুদীপ ব্যান্যাজী ও ডেরেক দ্যা ব্রেরন। তবে তাদের দাবি না যানাতে সংসদ এর উভয় কক্ষের সভা র সমনে নেমে আসে বিরোধী দলের সংসদ সদস্যরা। তুমুল হৈইচৈই মুলতবি হয়ে যায় সংসদ। সংসদ অধিবেশন শুরু হলে একই দাবিতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়ালে নেমে প্রতিবাদ জানাতে থাকবে। সামনে পাঁচ টি রাজ্যে নির্বাচন কে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ লাগলেন ভারত এর জাতীয় কংগ্রেস সংসদ সদস্য রা ও তাদের সঙ্গে গলা মিলিয়েছেন তৃণমূল কংগ্রেসের ও আর জে ডি ও এন সি পি ও শিবসেনা এবং আম আদমি পার্টির সদস্যরা ও অন্যান্য বিরোধী দলের সংসদ সদস্যরা।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com