আমিনুল ইসলাম আহাদ, স্টাফ রিপোর্টার:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর সিএনজি শ্রমিক পরিবহনের উদ্যোগে ১০১ তম জন্মদিনের অনুষ্ঠান পালন করা হয়।
সিএনজি অটোরিকশা শ্রমিক পরিবহনের উপজেলা জেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে বিজয়নগর ডাকবাংলা মাঠ প্রাঙ্গনে বুধবার বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠান শুরু করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতির জনকসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের কাল রাত্রিতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে পবিত্র কুরআন থেকে সুরা ফাতেহা একবার সুরা ইখলাস তিনবার এবং দরূদে ইব্রাহীম তেলাওয়াত করার মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয়।
চান্দুরা অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি নিয়াজ মুর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ইসলাম ভুইয়া।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন, অর্থ বিষয় সম্পাদক রাজিব বনিক, বিজ্ঞান ও গবেষণা সম্পাদক অশুক রায়, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরে আফজল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাজভি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াছ সরকার, উপজেলা তাতি লীগের সভাপতি আনিছুর রহমান, চান্দুরা ইউনিয়ন আওয়ামীয় ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সিএনজি অটো রিক্সা মালিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, ব্রাহ্মণবাড়িয়া সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি হেবজু করিম, ব্রাহ্মণবাড়িয়া সিএনজি অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুজ্জামান, চান্দুরা অটো সিএনজি মালিক সমিতির সভাপতি মন্টু মিয়া, চান্দুরা অটো সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিন মিয়া, চান্দুরা অটো সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আজম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল বাশার এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আশিকুর রহমান আশিক।
অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট তানভীর ইসলাম বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।