বাংলাদেশ থেকে অপহৃত ব্যক্তি কে অপহরণ কারি কাছ থেকে উদ্ধার করল গোয়েন্দা পুলিশ।আজ পশ্চিম বাংলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীন সোনারপুর থানার আই সি ও এস টি এফ এর অফিসারদের তৎপরতায় উদ্ধার করা হচ্ছে বাংলাদেশের সূদূর নেত্রাকোনার জেলার বাসিন্দা জনাব এনামুল হক ফারুক নামে এক ব্যক্তি কে।এই ব্যাক্তি গত,৭,ই মার্চ নিজের বাড়ি থেকে বের হয়ে তার বন্ধু মামন্নুর রসিদ এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তার পর থেকে তার কোন খোঁজ খবর পাওয়া যায়নি। তার পর হঠাৎ তার বাড়িতে একটা ইমেইল ম্যাসেজ যায় তাকে অপহরণ করা হয়েছে। এবং মুক্তিপণ দাবি করা এক কোটি টাকা।এর পর এই সূত্র ধরে ভারতের কলকাতার লালবাজার পুলিশ এর কাছে অভিযোগ করেন। সেই সঙ্গে অভিযোগ করেছেন এস টি এফ এর অফিসারদের কাছে।তারা লোকেশন ম্যাপ দেখে বুঝতে পারে যে অপহৃত ব্যক্তি কে নিয়ে অপহরণ কারি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোনারপুর থানা এলাকায় আছে। লালবাজার গুন্ডা দমন শাখার দক্ষ অফিসার রা এবং এস টি এফ এর জোয়ানরা ও বারুইপুর জেলা পুলিশের অধীন সোনারপুর থানা যৌথবাহিনীর অভিযানে ধরা অপহরণ কারি কে। অপহরণ কারি ব্যাক্তি র বাড়ি অসম এর নাওগায়ের এবং অপহরণ কারি ব্যাক্তি নাম মুক্তার হোসেন। তার সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক,jmb, সন্ত্রাস বাদি জঙ্গি সংগঠন যোগ আছে কিনা তা খেতিয়ে দেখছে পুলিশ। এবং অপহরণ কারি ব্যাক্তি র বিরুদ্ধে সোনারপুর থানা তে,৩৬৪, এ এবং ৫০৬,এ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অপহরণ কারি কে দফায় দফায় জেরা করা হচ্ছে বলে জানান বারুইপুর জেলা পুলিশ সুপার শ্রী মনোলিস সেন আই পি এস। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com