অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে ডায়মন্ড হারবার এস পি র নেতৃত্বে চলছে রুট মার্চ। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার এর নেতা আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দ্রীয় সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে চলছে রুট মার্চ।আর কয়েক দিন পর নির্বাচন।এই নির্বাচন কোথাও শান্তি শৃঙ্খলা ভেঙ্গে না পড়ে তার আগাম সতর্কতা অবলম্বন করতে মাটে নেমে পড়েছেন জেলা পুলিশ প্রশাসন। কারণ হিসেবে নিরেপেক্ষ ভাবে এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ প্রশাসন। পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন জনাব আরিফ আজিজ এর নির্দেশ কে বাস্তবায়ন করা। এবং সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কে প্রয়োগ করার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে।এর আগে এই জেলাতে পঞ্চায়েত নির্বাচন এ সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কে হরন করে নিয়েছিল শাসক দলের নেতা ও কর্মীরা। এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীন উস্তি থানার কাছে বি ডি ও সাহেব এর অফিস এর সামনে বিরোধী দলের নেতা ও কর্মীদের উপর হামলা চালায়। এবং তাদের নমিনেশন ফাইল কেড়ে নিয়েছিল। এবং শাসক দলের নেতা ও কর্মীরা সেই দিন উস্তি থানার এস আই জনাব রফিকুর জামান এর উপর গুলি চালিয়েছিল। এবং তিন জন পুলিশ কর্মী সহ বিরোধী দলের নেতা ও কর্মীরা রাস্তায় রক্তাক্ত হয়েছিল। এবং ডায়মন্ড হারবার এস ডি ও সাহেব অফিস সামনে শাসক দলের নেতা ও কর্মীরা মারন আগ্নেয়াস্ত্র নিয়ে বসেছিল বিরোধী দলের নেতা ও কর্মীদের নমিনেশন ফাইল না করতে দেবার জন্য। সেই দিনের পুনরাবৃত্তি না ঘটে তা দেখার জন্য আগে ভাগেই সজাগ দৃষ্টি রাখছে প্রশাসন। এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে অনুরোধ করছে জেলা পুলিশ প্রশাসন।। ভারত এর কলকাতা শহর থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com