প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২১, ১১:২৩ এ.এম
নড়াইলে খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু।।মানুষের কল্যাণে প্রতিদিন
উজ্জ্বল রায় ,নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলার কান্দুরী গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ইশা খানম নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কান্দুরী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের মোঃ হামিদ মোল্যার মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশের নলকূপ এর কাছে থাকা পানির পাত্রে রাখা পানিতে পড়ে যায়।
এসময় পরিবারের সদস্যরা ইশাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর তাকে ঐ পানির পাত্রে দেখতে পেয়ে দ্রুত নিকটবর্তী কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক ডাঃ শুভঙ্কর সাহা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ওসি রোখসানা খাতুন জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail:
mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087,
01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model
Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com