আজ থেকে কলকাতা মেয়র পদ ছাড়লেন ফিরাদ ববি হাকিম। কলকাতা পৌরসভার মেয়াদ শেষ হয়ে গেছে বহুদিন।তার ফলে প্রশাসক হিসেবে কাজ চালিয়ে যাচ্ছিলেন এতদিন। কিন্তু পশ্চিম বাংলার আসন্ন বিধান সভা নির্বাচন এসে যাওয়াতে কোন ভাবেই পৌরসভার মেয়র ও প্রশাসকের পদে থাকতে পারবেন না ফিরাদ ববি হাকিম। এমন নির্দেশ দিয়েছেন পশ্চিম বাংলার মুখ্য নির্বাচন কমিশন জনাব আরিজ আফতাব সাহেব। সেই সঙ্গে সারা পশ্চিম বাংলার মোট,১৩৫,টি পৌরসভার মেয়র মেয়াদ পদে কেউ থাকতে পারবে না।এর মধ্যে,১২৫,টি পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ফলে এতদিন প্রশাসক বসিয়ে কাজ সারছিল মেয়র পরিষদ।আজ থেকে সব পদ্ধতি বদল হয়েছে।এর মধ্যেই শিলিগুড়ি ও আসানসোল ও উত্তর চব্বিশ পরগনা জেলার,২৪,টি পৌরসভার এবং হুগলি জেলার,১৮,টির মতো পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর ওখানে প্রশাসক বসিয়ে কাজ করতে হবে সরকার এবং নির্বাচন কমিশন এর মধ্যে যোগাযোগ করে কাজ করতে হবে।। নির্বাচন হয়ে গেলে আবার পুরোনো পদ্ধতিতে ফিরে আসবে।। ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com