হাফিজুর রহমান শিমুলঃ সাতক্ষীরা মেডিকেল কলেজের আধুনিকায়নে আরেক ধাপ এগিয়ে গেলো। যশোর কিংবা খুলনায় নয়, সাতক্ষীরাতেই করোনা টেষ্টের রিপোর্ট পাওয়া যাবে। সাতক্ষীরা মেডিকেল কলেজে কোভিট-১৯ (করোনা) টেস্টের পি সি আর ল্যাব এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা ১১ টায় সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি ফলক উন্মোচন করে ল্যাব এর উদ্বোধন করেন। সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ কুদরত ই খুদা, সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পি, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম প্রমূখ। উদ্বোধনের পর হতে নমুনা সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা মেডিকেল কলেজে করোনা টেস্ট আনুষ্ঠানিক ভাবে শুরু করা হয়েছে। এখন থেকে সাতক্ষীরাবাসীকে করোনা টেষ্ট রিপোর্ট পেতে আর হয়রানী হতে হবেনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, চিকিৎসক ও সূধীবৃন্দ।
সম্পাদক : মোঃ কবির নেওয়াজ রাজ, E-mail: mkprotidin@gmail.com, Contact: (+88) 01643-565087, 01922-619387; Mailing Address: House# 4/A, Main Road, Ati Model Town, Ati, Keraniganj, Dhaka-1312
© All rights reserved © MKProtidin.Com